পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে জামুরিয়া শিল্প তালুকে উত্তেজনা

author-image
Harmeet
New Update
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে জামুরিয়া শিল্প তালুকে উত্তেজনা

হরি ঘোষ, আসানসোল: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরি হয় জামুরিয়া ইকরা শিল্প তালুকের এক স্পঞ্জ আয়রন কারখানা গেটের সামনে।

রাস্তার দুধারে কারখানার পণ্যবাহী লরি দাঁড় করিয়ে রাখার ফলে এই ধরনের দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার প্রতিবাদ জানাতে গেলে স্থানীয়দের মারধরের অভিযোগ উঠল কারখানার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। পাল্টা একাধিক গাড়ি ভাঙচুরের অভিযোগ উত্তেজিত গ্রামবাসীদের বিরুদ্ধে।

 সুত্রের খবর, রবিবার রাতে ডিউটি শেষ করে মোটর বাইকে করে যাচ্ছিল রানীগঞ্জের যুবক কৌশিক চক্রবর্তী। তখনই মালবাহী লরির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। রাস্তা জুড়ে দেহ ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখার পরেই স্থানীয়রা কারখানার গেটের সামনে একত্রিত হয়ে প্রতিবাদ করতেই  ছুটে আসে নিরাপত্তারক্ষীরা।  প্রতিবাদীদের উপর লাঠি চালায়। পাল্টা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ইটপাটকেলও  ছোঁড়া হয় বলে জানা যায়। মারধরের খবর ছড়িয়ে পড়তে প্রচুর সংখ্যক মানুষ জড়ো হন। এরপর প্রায় দশটিরও বেশি লরি ভাঙচুর করা হয় ।  পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কারখানার আধিকারিক সরোদ শারাফ জানান তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন।