জেনে নিন ধনতেরাসে পুজো ও কেনাকাটার শুভলগ্ন!

author-image
Harmeet
New Update
জেনে নিন ধনতেরাসে পুজো ও কেনাকাটার শুভলগ্ন!


নিজস্ব সংবাদদাতাঃ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালিত হয়। চলতি বছর ২ নভেম্বর পালিত হবে ধনতেরাস। এ দিন কেনাকাটা করার প্রথা প্রচলিত আছে। তবে শুভক্ষণে কিনলে তাঁর দ্বারা প্রাপ্ত ফলাফল বহুগুণ বেড়ে যায়।

কেনাকাটার শুভলগ্ন - চর লগ্ন- সকাল ৮টা ৪৬ মিনিট থেকে সকাল ১০টা ১০ মিনিট।
অভিজীত মুহূর্ত- বেলা ১১টা ১১ মিনিট থেকে ১১টা ৫৬ মিনিট।

অমৃত মুহূর্ত- বেলা ১১টা ৩৩ মিনিট থেকে ১২টা ৫৬ মিনিট।

শুভ যোগ- দুপুর ২টো ২০ মিনিট থেকে ৩টে ৪৩ মিনিট।