নদীর পাড়ে ভেঙে পড়ল একাধিক বাড়ি!

author-image
Harmeet
New Update
নদীর পাড়ে ভেঙে পড়ল একাধিক বাড়ি!


নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ
নদীর পাড়ে ভেঙে পড়ল একাধিক বাড়ি! অবৈধ বালি খাদানের কারণে এই ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের।এমন ঘটনাটি ঘটেছে গতকাল ৩০ অক্টোবর শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২ ব্লকের একেবারেই শেষ সীমান্ত রূপনারায়ন নদীর সীমান্ত অবস্থিত গোপিগঞ্জ এলাকায়। জানা গেছে রূপনারায়ন নদীর পাড়ে ধসে গিয়েছে একাধিক বাড়ি। ইতিমধ্যেই বাড়ির আসবাবপত্র সরানোর পাশাপাশি পরিবারের সদস্যদের স্থানান্তরিত করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বদের তরফে। তবে এইভাবে নদীর পাড়ে বাড়ি বসে যাওয়ার কারণ হিসেবে স্থানীয় মানুষ থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বরাও দায়ী করছেন গোপিগঞ্জ এলাকায় রূপনারায়ন নদী থেকে অবৈধভাবে বালি তোলাকেই। তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ৩১শে অক্টোবর রবিবার বেলা সাড়ে নটার সময় উপস্থিত হন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস,দাসপুর-২ বিডিও অনির্বাণ সাহু, দাসপুর বিধায়ক মমতা ভূঁইয়া।