/anm-bengali/media/post_banners/IYPfshsANUdho9dVOmVF.jpg)
হরি ঘোষ, অন্ডালঃ পুলিশি অভিযানে উখরা বাজার থেকে উদ্ধার হল শব্দবাজি । শনিবার সন্ধ্যায় উখড়া বাজারে শব্দ বাজি আটক করতে অভিযান চালায় উখরা ফাঁড়ি- র পুলিশ ।কালীপুজো ও দীপাবলিতে সমস্ত রকম শব্দ বাজি নিষিদ্ধ করেছে মহামান্য উচ্চ আদালত । প্রশাসনকে এ ব্যাপারে নজরদারি ও কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । আদালতের নির্দেশ কার্যকর করতে তৎপর হয়েছে পুলিশ । উখড়া আউটপোস্ট এর পুলিশ শনিবার সন্ধ্যায় উখড়া বাজারে অভিযান চালায় । অভিযানে নেতৃত্ব দেন ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা । অভিযান চালানো হয় বাজারের বেশ কয়েকটি দোকানে । সে সময়ে একটি দোকান থেকে আটক করা হয় নিষিদ্ধ বাজি । উদ্ধার হওয়া বাজির বাজার মূল্য প্রায় 15 হাজার টাকা। যে দোকান থেকে নিষিদ্ধ বাজি উদ্ধার হয় সেই দোকানের মালিক কৃষ্ণাকুমার বর্ণওয়াল কে আটক করে পুলিশ । অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us