উপত্যকায় শহীদ দুই সেনা

author-image
Harmeet
New Update
উপত্যকায় শহীদ দুই সেনা

নিজস্ব সংবাদদাতা : জঙ্গি অনুপ্রবেশ রুখতে মাটিতে সারি দিয়ে পুঁতে রাখা ল্যান্ডমাইনে পা দিতেই ঘটল বিপত্তি। বিস্ফোরণে প্রাণ হারালেন দুই সেনা জওয়ান। নিহতরা হলেন বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা
ঋষি কুমার ও পাঞ্জাবের ভাটিন্ডার বাসিন্দা মনজিৎ সিং। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও তিন। শনিবার রুটিন টহলদারি চলছিল ভারত-পাক নিয়ন্ত্রণরেখার কাছে নওসেরা-সুন্দরবনি সেক্টরে। সেই সময় ভুলবশত ওই ল্যান্ডমাইনে পা পরে যাওয়ায় ঘটে দুর্ঘটনাটি।