সঙ্গীতের রাজকুমার শচীন দেব বর্মণের জন্মবার্ষিকী

author-image
Harmeet
New Update
সঙ্গীতের রাজকুমার শচীন দেব বর্মণের জন্মবার্ষিকী

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার সঙ্গীতের রাজকুমার শচীন দেব বর্মণের জন্মবার্ষিকী। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর তিনি প্রয়াত হন। তিনি কিছুটা অনুনাসিক কন্ঠস্বরের জন্য শ্রোতাদের কাছে বেশি পরিচিত। তাঁর কয়েকটি বিখ্যাত গান যেমন শোন গো দখিন হাওয়া, বিরহ বড় ভাল লাগে। এছাড়া শক্তি সামন্তের আরাধনা ছবির সফল হোগি তেরি আরাধনা গানটির জন্য জাতীয় চলচ্চিত্র শ্রেষ্ঠ পুরুষ প্লেব্যাক গায়ক পুরস্কার পান শচীন দেব।