খুস্খুসে কাশি বন্ধ করতে কী করবেন?

author-image
Harmeet
New Update
খুস্খুসে  কাশি বন্ধ করতে কী করবেন?

নিজস্ব সংবাদদাতাঃ সামনেই শীত। এই সময় আমাদের সবথেকে বেশী যেটা জ্বালায় তা হ্ল খুস্খুসে কাশি। এই রোগ নিরাময়ের ঘরোয়া কিছু সহজ উপায় আছে। 



১। কিছু আদা কুচি করে কেটে তা এক কাপ জলে গ্রম করুন, খাওয়ার আগে ঠাণ্ডা হতে দিন। 



২।রসুনের বহুগুণের কথা সবাই জানেন। রসুনের অ্যালিসিন নামের উপাদান জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। এই উপাদানটি রসুনের বাজে গন্ধের কারণ হলেও তা শুকনো কাশি দূর করতে ওস্তাদ।



৩। 

সর্দি, কাশি ও ঋতু পরিবর্তনের জ্বর থেকে মুক্তি দিতে পারে এলাচ। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরা এলাচ জীবাণুনাশকও৷ গলাব্যথা এবং খুসখুসে কাশি হলে নিরাময়ে এলাচ খেতে পারেন।