পড়ুয়াদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিলেন জেলাশাসক

author-image
Harmeet
New Update
পড়ুয়াদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিলেন জেলাশাসক


মানালী দত্ত, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান অনুষ্ঠানে জেলাশাসক। শুক্রবার বহরমপুর কালেক্টর কনফারেন্স হলে জেলার স্টুডেন্টদের হাতে এই কার্ড তুলে দিলেন জেলাশাসক শরদকুমার দ্বিবেদী। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সিরাজ দানেশ্বর অন্যান্য আধিকারিক বৃন্দ। জেলাশাসক জানান, 'প্রায় ৩০ জনের মতো স্টুডেন্ট ক্রেডিট কার্ড অনুমোদন হয়েছে। আবেদনপত্র জমা পড়েছিলো প্রায় ২০০ থেকে ৪০০।' জেলাশাসক জানান, 'পুজোর পর থেকে উত্তরবঙ্গে করোনা একটু বেড়েছে তবে জেলা প্রশাসনের সঙ্গে পুলিশ প্রশাসনকে নজর রাখতে বলা হয়েছে যাতে করোনা বৃদ্ধি না পায়। এখনো পর্যন্ত জেলায় ৪৫টি কনটেইনমেন্ট জোন করা হয়েছে। জেলাতে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রশাসনের সহযোগিতায় মানুষকে সাবধান করা হচ্ছে। সেই সঙ্গে সংবাদমাধ্যমের মাধ্যমে মানুষকে মাস্ক পড়ার আবেদন করা হয়েছে এবং দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প আবার শুরু হচ্ছে। আগামী ১,২,৩,৮ ও ৯ নভেম্বর দুয়ারে সরকার প্রকল্প শুরু হবে।'