দাসপুরে কাঁসাইনদী সংলগ্ন চকবোয়ালিয়া খালের পাড়ের বাঁধে ধস

author-image
Harmeet
New Update
দাসপুরে কাঁসাইনদী সংলগ্ন চকবোয়ালিয়া খালের পাড়ের বাঁধে ধস

দিগ্বিজয় মাহালি, দাসপুরঃ দাসপুরে কাঁসাইনদী সংলগ্ন চকবোয়ালিয়া খালের পাড়ের বাঁধে ধস,ক্ষতিগ্রস্থ বাঁধের রাস্তা খাল পাড়ে বসবাসকারী একাধিক বাড়ি ধসে তলিয়ে যাওয়ার আশঙ্কা।ধসের জেরে ঘুম উড়েছে চকবোয়ালিয়া গ্রামের বাসিন্দাদের।


এমনই ভয়াবহ খাল পাড়ে ধসের ঘটনায় ঘুম উড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ ব্লকের নন্দনপুর ২ গ্রাম পঞ্চায়েতের চকবোয়ালিয়া গ্রামের খাল পাড়ের বাসিন্দাদের।জানাযায়,গত বন্যায় এই খালের জল ফুলেফেঁপে উঠেছিল,তখনই ক্ষতিগ্রস্ত হয়েছিল এই খালের বাঁধ।তা ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণা করেছে এবং ইতিমধ্যে চকবোয়ালিয়া গ্রামের ওই খালের পাড়ে থাকা যাতায়াতের রাস্তা ধসে ভেঙে পড়েছে।


বাঁধের রাস্তার ধারেই বসবাস একাধিক বাসিন্দার,এদের মধ্যে বেশকিছু দুঃস্থ পরিবারের বাড়িও রয়েছে ওই খালের পাড়ে।বুধবার থেকেই খাল পাড়ের ধস বাড়তে দেখা যায় এবং তা ক্রমশ আরও বেড়ে চলেছে বলে দাবি স্থানীয়দের।দ্রুত সেচ দপ্তর ও প্রশাসন নজর না দিলে ধসে একাধিক বাড়ি তলিয়ে গিয়ে গৃহহীন হওয়ারও আশঙ্কা করছেন বাসিন্দারা।স্থানীয়দের তরফে এবিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করা হয়েছে এবং সেচ দপ্তর খাল পাড় সংস্কারেরও আশ্বাস দিয়ে বলে স্থানীয়রা জানান।জানাগেছে,দাসপুর ১ ব্লকের সরবেড়িয়া ১ ও ২ গ্রাম পঞ্চায়েত,নন্দনপুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের সমস্ত জল বিহারীচক গ্রামে কাঁসাইনদীর সাথে সংযোগকারী যে খাল সেই খালের সুইসগেট দিয়েই নদীতে মিশে।এবারের বর্ষায় পরপর টানা বৃষ্টি আর অত্যাধিক জলের চাপে ক্ষতিগ্রস্ত হয় এই খালের পাড়।


ইতিমধ্যে চকবোয়ালিয়া গ্রামে এই খাল পাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে,প্রায় ৪০-৫০ ফুট পাড়ের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি স্থানীয়দের।যদিও এবিষয়ে স্থানীয় প্রশাসন ও সেচ দপ্তরের তরফে সমস্ত রকম পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।স্থানীয় বাসিন্দারা আরও জানান,দীর্ঘ বছর ধরে চকবোয়ালিয়া গ্রামের এই খাল সংস্কার হয়নি,যার জেরে খালের জল বওয়ার নব্যতা কমে গিয়েছে।এর ফলে খালের জল বাড়লেই তা পাড় বেয়ে চলে আসে,এতেই একটু একটু করে ক্ষতিগ্রস্ত হয়েছে এই খাল পাড়ের বাঁধ।খালের দুই পাড়ে শতাধিক পরিবারের বসবাস।ধসে চকবোয়ালিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত এই মোরাম রাস্তার উপর দিয়ে যাতায়াত খুকুড়দহ।


ধসের কারণ এই রাস্তা সম্পুর্ন ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় স্থানীয়রাই পোস্টারিং করে ব্যারিকেড দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে,ফলে যাতায়াতেও চরম ভোগান্তিতে বহু মানুষ।বাঁধের পাড়ের রাস্তার নিচ দিয়ে পানীয় জলের পাইপ লাইন গিয়েছে,ধসের জেরে মাটি আলগা হয়ে তাও বেরিয়ে পড়েছে।সবথেকে সমস্যা খালে ধসের জেরে সুইসগেট বনবন্ধ করে দেওয়া হয়েছে কারণ খালের জল যাতায়াত বন্ধ না করলে ধস আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা।আর এই সুইসগেট বন্ধের জেরে খালের জল বেরোতে না পারায় সেই জল উপচে তা চাষের জমি ডুবে রয়েছে।ফলে জমিতে জল থাকায় চাষও শুরু করে পারছেনা এলাকাবাসী।দীর্ঘ দিন ধরেই ধসের আশঙ্কা থাকলেও প্রশাসনের কোনও হেলদোল না থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী।