New Update
/anm-bengali/media/post_banners/5oRfwfeyIvnlXCYmaiG5.jpg)
হরি ঘোষ, জামুড়িয়া: প্রায় ৩ শতাব্দীরও বেশি সময় ধরে তন্ত্র মতে পূজিত হয়ে আসছেন বামা কালী। পুজোর সময় যাতে কেউ মন্ত্র শুনতে না পান সেজন্য পুজোর সময় বাজানো হয় শ্যামা সংগীত। শতাব্দীর পর শতাব্দী এই ঐতিহ্য মেনে পুজো হয়ে আসছে জামুড়িয়া থানার অন্তর্গত চুরুলিয়ার ভট্টাচার্যী পরিবারের বামা কালীপুজো।
পরিবারের সদস্য তথা পুরোহিত অশোক ভট্টাচার্য জানান, 'তন্ত্রসাধক লক্ষ্মী কান্ত ভট্টাচার্য এই পুজোর শুরু করেছিলেন। এই পুজোর বিশেষত্ব হচ্ছে প্রথমে পটল পুজো, তারপর মহা শঙ্খের মালা ও কপাল পত্রের পুজোর পর সেটি মা কালী মন্দিরে প্রতিষ্ঠা করা। এরপর হয় চক্রানুষ্ঠান। তার পর তন্ত্র মতে বামা কালী পুজো করা হয়। ছাগ বলি, ভোগের রেওয়াজ রয়েছে। পারিবারিক পুজো হলো বর্তমানে এই পুজোয় গ্রামের সমস্ত মানুষ অংশগ্রহণ করেন। পুজোর কয়েকদিন যাত্রা পালা হয়ে থাকে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us