/anm-bengali/media/post_banners/S8See4qc8YWzWapOPgHe.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ
মেষঃ প্রেমের ক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ হতে পারে। মনের ইচ্ছা পূরণে আনন্দ। আভিনেতাদের খুব ভাল সুযোগ মিলতে পারে। পড়াশোনার জন্য বিদেশযাত্রা হতে পারে।প্রতিবাদী মনোভাব ত্যাগ করতে হবে।
বৃষঃ বাড়িতে অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র হতে হবে। চাকরির স্থানে সুনাম বৃদ্ধি। ভাল যুক্তির জন্য তর্কে জয়লাভ।আজ সারা দিন কোনও কারণে চিত্ত চঞ্চল থাকবে। কারওর কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা।
মিথুনঃ সকালে প্রেমের ব্যাপারে কোনও চিন্তার খবর আসতে পারে। আজ বাইরে থেকে কোনও অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। স্ত্রীর কথা রাখার চেষ্টা করুন। হজমের গণ্ডগোল বা পেটের সমস্যা।
কর্কট: ব্যবসায় সফলতা পাবেন। চাকরিতে পরিবর্তন আসতে পারে। বাড়তে পারে আয়। নতুন কিছু করার ভাবনা আসতে পারে। খেলাধূলায় নাম করার সুযোগ আসতে পারে। দাম্পত্য কলহ মিটে যাবে।
সিংহ: ব্যবসায় নতুন পরিকল্পনা মাথায় আসতে পারে। ধনপ্রাপ্তির যোগ রয়েছে।সকাল থেকে মানসিক কষ্ট বাড়তে পারে। পিতার সঙ্গে মতান্তর। দরকারি কাজ তাড়াতাড়ি মেটান।
কন্যা: অতিরিক্ত উদারতার জন্য কাজের ক্ষতি হতে পারে। হঠাৎ করে চাকরির যোগ আসতে পারে। ব্যবসায় গুরুজনদের পরামর্শে অগ্রগতির আশা। আবেগে ভেসে সিদ্ধান্ত নেবেন না। বিবাদের মুখে পড়তে পারেন।
তুলা: ঋণ থেকে মুক্তি পাবেন। নিজের কাজে নজর রাখুন। আজ বন্ধুদের সঙ্গে বিলাসিতার জন্য সংসারে অশান্তি লাগতে পারে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আর্থিক দিকে থেকে বাধা কেটে যাবে।
বৃশ্চিক: আজ সারা দিন প্রচুর খাটুনির জন্য শারীরিক দুর্বলতা থাকবে। হাড়ের বা দাঁতের কোনও সমস্যা বাড়তে পারে। ব্যবসা ভাল চলবে। কোনও বিশেষ কাজ সম্পূর্ণ হতে পারে। ব্যক্তিগত সমস্যার সমাধান হবে। জীবনসাথীর সঙ্গে রোম্যান্সের সুযোগ রয়েছে আজ।
ধনু: আজ উচ্চতর বিদ্যার যে কোনও কাজ সফল হবে। কোনও বন্ধুর কারণে কর্মে জটিলতা কেটে যেতে পারে। আইন সংক্রান্ত কোনও কাজে জড়িয়ে পড়তে পারেন। অকারণে পরিশ্রম করবেন না। দিন ভাল কাটবে। মন থেকে কোনও বিষয় নিয়ে চিন্তা দূর হবে।
মকর: পারিবারিক বিষয়ে বেশি জড়িত না থাকাই ভাল হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। আজ কোনও বন্ধু আপনাকে ভীষণ ভাবে ঠকাতে পারেন। আর্থিক মামলায় সাফল্য আসতে পারে। কর্মস্থলে প্রশংসা পাবেন। ধনলাভের যোগ রয়েছে।
কুম্ভ: পুলিশদের জন্য দিনটি খুব অনুকূল। প্রেমের বিষয়ে করওর কাছে অপমানিত হতে পা্রেন। স্ত্রীর সঙ্গে বিবাদ। বেকাররা চাকরি পেতে পারেন। আর্থিক স্থিতিতে ইতিবাচক বদল আসবে। সতর্ক থাকুন।
মীন: শিক্ষায় সাফল্য বৃদ্ধি। সমাজের কোনও কাজের জন্য আপনার উপর চাপ বাড়তে পারে। উত্তেজনার কারণে বিপদ আসতে পারে। আলস্য ও ক্লান্তি আসতে পারে। কয়েকটি ছোট কাজে সমস্যায় পড়তে পারেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us