সব মেয়েদের অর্গাজম হয়?

author-image
Harmeet
New Update
সব মেয়েদের অর্গাজম হয়?

নিজস্ব সংবাদদাতাঃ এটিও ভুল ধারণা। ১০ থেকে ১৫ শতাংশ মেয়ে আনর্গ্যাজমিয়ায় ভোগেন। মানে তাঁদের কোনও ভাবেই অর্গ্যাজম হয় না। কোনও কারণে যদি তাঁদের বড়সড় ‘ট্রমা’ থাকে কিংবা অ্যান্টিডিপ্রেসান্ট খেতে হয়, তা হলে এই ধরনের সমস্যা হতে পারে। আবার অনেক ক্ষেত্রে কোনও কারণ ছাড়াই হয়। তবে তার মানে এই নয়, যে সেই মেয়েরা হতাশায় ভুগছেন। অর্গ্যাজম ছাড়াও তাঁরা তাঁদের যৌনজীবন যথেষ্ট উপভোগ করেন।