/anm-bengali/media/post_banners/PUmqRBpa0g3j725Odabo.jpg)
হরি ঘোষ, আসানসোল : উত্তরাখণ্ড ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন পর্যটকরা। কৌশানির কাছে খাদে পড়ে মৃত্যু হয় ৫ জনের, আহত হন ৭ জন।
এর মধ্যে ৩ জন মহিলা ও ২ জন পুরুষ বলে জানা গেছে। দুর্ঘটনাগ্রস্তদের বেশিরভাগই শিল্পাঞ্চলের বলে মনে করা হচ্ছে। আসানসোল রানিগঞ্জ থেকে ৩০ জনের সদস্যরা গিয়েছিলেন ২১ তারিখে। তাঁরা মুরকেয়ারি থেকে কৌশানি যাচ্ছিলেন তিনটি ট্যাম্পো ট্র্যাভেরা গাড়িতে। ওই পর্যটকদের দলে রয়েছেন আসানসোল জেলা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার কঙ্কন রায় ও আসানসোল গ্রামের পিন্টু রায়।
তাঁরা জানান, বুধবার দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল উত্তরাখণ্ডের বাঘেশ্বর জেলার কাপকোট থেকে ১০ কিলোমিটার দূরে।
সব পর্যটকরা ছিলেন ট্যাম্পো ট্রেভেরা গাড়িতে। দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়িতে ছিলেন ১২ জন। ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে বাঘেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
৩০ তারিখ নৈনিতাল থেকে পর্যটকদের ট্রেন ধরে ফেরার কথা ছিল। জানা গেছে মঙ্গলবার রাতে মুরকেয়ারিতে ক্যাম্প ফায়ারও করেছিলেন পর্যটকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us