বিএসএফ-এর সঙ্গে বৈঠক বিজেপির, তৈরি বিতর্ক

author-image
Harmeet
New Update
বিএসএফ-এর সঙ্গে বৈঠক বিজেপির, তৈরি বিতর্ক


দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ নির্বাচন বিধি চলাকালীন বিএসফের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠক কে ঘিরে বিতর্ক বাড়লো। আগামী ৩০ অক্টোবর দিনহাটা বিধানসভার উপনির্বাচন এই কারণে বিজেপি প্রার্থীর হয়ে কোচবিহারে আসেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার ও সহ সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে কোচবিহার সেক্টরের ডিআইজির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। সেখান থেকে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, 'দিলীপ বাবু স্ট্যান্ডিং কমিটির মেম্বার সেই কারণে স্বাভাবিকভাবেই উনি যেখানে যেখানে যান সেখানে যে সমস্ত বিএসএফ অফিসারের আছেন বা অন্যান্য যে সমস্ত দপ্তরের অফিসারেরা থাকেন তাদের সঙ্গে দেখা করে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন।' বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, 'সাধারণত কমিটি গুলিতে যে সমস্ত বিষয়ে আলোচনা হয় দিলীপবাবুর সঙ্গে সেই বিষয়ে কথা হয়েছে। চোরাচালান কতটা কমেছে বা বেড়েছে এসব নিয়ে কথা হয়। একই সাথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএসএফের সীমানা ৫০ কিলোমিটার বৃদ্ধি নিয়ে অযথা রাজনীতি হচ্ছে। এই নিয়ে কারো মাথা ঘামানোর দরকার নেই কেননা এটা প্রশাসনিক ব্যাপার। তবে নির্বাচন চলাকালীন বিএসএফের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। তিনি বলেন, 'উপনির্বাচনের প্রচারে এসে বিএসএফের ডিআইজির সঙ্গে দেখা করাটা প্রচন্ড উদ্বেগজনক ও অভিসন্ধি মুলক। নির্বাচনের পাক মুহূর্তে দাঁড়িয়ে বিএসএফের ডিআইজির সঙ্গে দেখা করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। কেননা ইতিমধ্যে বিএসএফের সীমানা বৃদ্ধি হয়েছে। আমরা বিভিন্ন সময় কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে অভিযোগটি করে আসছি যে তারা বিভিন্ন এজেন্সিকে বাংলায় কাজে লাগাতে চাইছে। বাংলা দখল করতে না পেরে তারা এই ভাবে সেই জ্বালাটা মেটানোর চেষ্টা করছে। তাদের এই বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্ব জানাবো প্রয়োজন হলে নির্বাচন কমিশনের কাছে বিষয়টি তুলে ধরব। তবে নির্বাচন কমিশন কতটা ভূমিকা গ্রহণ করবে সেই নিয়ম আমরা সন্দিহান।'