/anm-bengali/media/post_banners/UgUbQqPU4H5jvCdFyTFB.jpg)
নিজস্ব প্রতিনিধি, দিনহাটা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নিজস্ব গড়ে দাঁড়িয়েই তাঁকে কড়া ভাষায় আক্রমণ করলেন এক কনিষ্ঠ তৃণমূল নেতা। দিনহাটা রাজনৈতিক ইতিহাসে এই প্রথমবার কোনও কনিষ্ঠ রাজনৈতিক নেতা এভাবে কড়া ভাষায় নিশীথ প্রামানিককে আক্রমণ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা।
প্রসঙ্গত, দিনহাটা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহর সমর্থনে প্রচারে গিয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের হাতে তৈরি করা রাজনৈতিক ছাত্র তথা জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌভিক ভট্টাচার্য নিশীথ প্রামানিককে কটাক্ষ করে বলেন, নিশীথ প্রামানিক দিনহাটার সাধারণ মানুষের রায়কে অমান্য করে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এমএলএ পদ থেকে পদত্যাগ করেন। উনার উচিত ছিল সাধারণ মানুষের রায়কে সম্মান জানিয়ে সাধারণ মানুষের কাছ থেকে উপযুক্ত সিদ্ধান্ত নিয়ে এই পদক্ষেপ গ্রহণ করা।
তিনি আরও বলেন, "নিশীথ প্রামানিক সাধারণ মানুষের সঙ্গে বেইমানি করে বিজেপিতে যোগদান করেছিলেন। তাই উনার আর আমার মধ্যে তফাৎ শুধু শিরদাঁড়ায়। কারণ আমি শিরদাঁড়া বিক্রি করিনি। নিশীথ প্রামানিক বিজেপির কাছে শিরদাঁড়া বিক্রি করেছেন।" তার কথায়, "জনপ্রতিনিধি হওয়ার জন্য সিনেমার নায়ক হওয়ার প্রয়োজন নেই , সাধারণ মানুষের সঙ্গে মিশে যে সাধারণ মানুষের ব্যথা বেদনা সুখ দুঃখ অনুভব করতে পারবে সেই ব্যক্তি আসল জননেতা জনপ্রতিনিধি।"
সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে সেই সভা থেকে ডাক দেন যে এবারের নির্বাচনে দিনহাটা যেন ম্যান অফ দ্যা ম্যাচ উপহারটি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে গ্রহণ করে। এর জন্য সাধারণ মানুষকে বিপুল ভোটে ভোট দেওয়ার আবেদন এবং বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর জামানত বাজেয়াপ্তর কথাও তিনি সাধারণ মানুষের কাছে বলেন। সভায় উচ্ছাসিত কর্মী সমর্থকরা জানান, এবারের নির্বাচনের ম্যান অব দ্যা ম্যাচ দিনহাটাই গ্রহণ করে নিয়ে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us