নিজস্ব সংবাদদাতাঃ উত্তপ্ত সুদান। সোমবার, সুদানের (Sudan) সেনাবাহিনীর সর্বোচ্চ জেনারেল, সেদেশের সরকার ভেঙে দেওয়ার কথা জানিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, সেনা বাহিনী সুদানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সহ অন্যান্য কর্মকর্তাদের গ্রেফতার করবেন। তারপর থেকেই সেনা বাহিনী সেদেশের শাসনভার নিজেদের কাঁধে তুলে নেবে। এই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজার হাজার সুদানের নাগরিক। সব মিলিয়ে এই সময় সুদানের পরিস্থিতি বেশ উত্তপ্ত।