আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক

author-image
Harmeet
New Update
আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক


রাহুল পাসোয়ান, আসানসোলঃ
নাইট কারফিউতে নাকা চেকিংয়ের সময় এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করল রানীগঞ্জ থানার পাঞ্জাবী মোড় ফাঁড়ির পুলিশ । পুলিশ জানিয়েছে রানীগঞ্জের বাসড়া মোড়ের কাছে নাইট কারফিউতে নাকা চেকিং করছিল রানীগঞ্জ থানার পাঞ্জাবী মোড় ফাঁড়ির পুলিশ । ঠিক সেই সময়ই এক যুবক স্কুটি নিয়ে পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । এরপরে পুলিশের সন্দেহ হলে তার গাড়িতে তল্লাশি করতে গিয়ে দেখা যায় ওই যুবকের বাঁদিকের কোমরে গোজা রয়েছে পিস্তল । তারপরই পুলিশ আগ্নেয়াস্ত্রসহ অজিত সিং নামে ওই যুবককে গ্রেফতার । ধৃত ব্যক্তি রানীগঞ্জ থানার বাশড়া এলাকার বাসিন্দা । ধৃতকে আজ আসানসোল আদালতে তোলা হয় পুলিশ ধৃতকে দশদিনের পুলিশি হেফাজতের আবেদন জানালে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় । পুলিশ জানিয়েছে ধৃত অজিত সিংয়ের নামে বাইক চুরি সহ অন্যান্য মামলা রয়েছে ।