চাষিদের জন্য নতুন ভাবনা

author-image
Harmeet
New Update
চাষিদের জন্য নতুন ভাবনা

হরি ঘোষ, পশ্চিম বর্ধমানঃ পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের গড়ে উঠতে চলেছে কিষাণ মান্ডি। মঙ্গলবার সেই সিদ্ধান্ত হয়। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক এলাকা বিদবিহার বনকাটি ত্রিলোকচন্দ্রপুর ও মলানদিঘি অঞ্চল। বেশিরভাগই রয়েছে ভাগচাষী এবং ক্ষুদ্র চাষী। তাদের পক্ষে কুড়ি কিলোমিটার দূরে গিয়ে কিষান মান্ডিতে ধান বিক্রি করা সম্ভব হতো না। বিক্রি নিয়ে একটা জট থেকেই যেত। সরকারি ভাবে কুইন্টাল প্রতি ১৬০০টাকার বেশি দেওয়া হয়। ফোরেদের কাছে ৮০০টাকা আবার কখনো ৯০০টাকা দামে তারা ধান বিক্রি করতে বাধ্য হত। সেইসব চাষীদের দীর্ঘদিনের দাবি ছিল বিদবিহার অঞ্চলে ক্ষুদ্র কিষাণ মান্ডি গড়ে উঠুক। রাজ্য সরকারের অনুপ্রেরণায় এবং খাদ্য দফতরের উদ্যোগে নভেম্বর মাস থেকেই শুরু হতে চলেছে ধান কেনার কাজ বিদবিহার অঞ্চলে। ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারবেন চাষিরা। লাভের মুখ দেখবে ক্ষুদ্র চাষী ভাগচাষী এবং বর্গাদাররা। খাদ্য দফতরের উদ্যোগে খুশি চাষিরা। কাঁকসা ব্লকের কিষান সেলের সভাপতি গিরিধারী সিনহা জানান চাষীদের কথা ভেবেই রাজ্য সরকারের এই উদ্যোগ। একদিকে যেমন চাষিরা লাভের মুখ দেখবে অন্যদিকে বেকার সমস্যা দূর হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে চাষীদের পাশে দাঁড়াচ্ছে তার বিকল্প হয়না।