/anm-bengali/media/post_banners/bp7BzcqBYOp9J1ADt9BL.jpg)
দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ গ্রামীণ শিশুদের তৈরি প্রদীপ দিয়ে তাদের বাড়িতে পালিত হবে এবারের দীপাবলী। এই নিয়ে এলাকার প্রাথমিক স্কুল শিক্ষক সৈকত সরকার বলেন, 'দীপাবলীতে বাড়িতে প্রদীপ দেওয়ার রীতি প্রাচীনকাল থেকেই প্রচলিত। সেই বিষয়টিকে মাথায় রেখে একটু আলাদা কিছু করার কথা ভাবছিলাম বেশ কিছুদিন থেকেই। অনেকের সঙ্গেই কথা বলেছিলাম এই বিষয়ে। কিছু ছোটো ছোটো ছেলেমেয়েরা এগিয়ে এসেছিল সবার আগে। তাই তাদেরকে নিয়েই শুরু করলাম প্রদীপ বানাতে। বাড়ির গোবরকে কাজে লাগানোর চেষ্টা করলাম। গোবরের সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে তৈরী করা হলো প্রদীপ। সেগুলোকে রৌদ্রে শুকিয়ে নেওয়ার পর তেল ও সলতের সহযোগে প্রজ্জলিত করা হলো আজকে। ছোটো ছোটো ছেলেমেয়েদের আন্তরিক প্রচেষ্টা অবশেষে সফল। প্রদীপটি পুরোপুরি প্রজ্জলনের পর ছাইতে রূপান্তরিত হবে,যা অনায়াসেই জমিতে সার হিসেবে ব্যবহার করা যাবে। এই উদ্যোগের কথা জানার পর অনেকেই এই প্রদীপ নেওয়ার ইচ্ছে জানিয়েছেন। এর ফলে সেইসকল ছেলেমেয়েদের মায়েরাও এই প্রদীপ বানাতে উদ্যোগী হয়েছেন। তারা কিছুটা অর্থ উপার্জন করলে নিঃসন্দেহে এই প্রচেষ্টার সফল বাস্তবায়ন হবে বলেই আশা রাখি। পরিবেশ বান্ধব এই প্রদীপগুলো আমাদের এই দীপাবলীর নতুন উপহার।' দিনহাটা ২ নং ব্লকের টেপরাই ও দুর্গানগরের প্রায় ৪০-৫০টি বাড়িতে এবারের দীপাবলীতে এই পরিবেশ বান্ধব প্রদীপ গুলো জ্বালানো হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us