তৃণমূলের সমালোচকরাই লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে দাঁড়িয়ে রয়েছেন, বিজেপিকে আক্রমণ অভিষেকের

author-image
Harmeet
New Update
তৃণমূলের সমালোচকরাই লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে দাঁড়িয়ে রয়েছেন, বিজেপিকে আক্রমণ অভিষেকের

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ৩০ অক্টোবর ভোট। জমে উঠেছে রাজ্য রাজনীতি। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। এদিকে মঙ্গলবার নদীয়ায় তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে যান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে বিজেপিকে এক হাত নেন তিনি। অভিষেক বলেন, 'বিজেপির আচ্ছে দিনের সুফল কিছু পেয়েছেন? আজ তৃণমূলের সমালোচকরাই লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। জগন্নাথ সরকার আজ অবধি কোনও উন্নতি করেছেন? নভেম্বর মাসেই শান্তিপুর-কালনা সেতুর উদ্বোধন হবে। ভাগীরথীর ওপর সেতুর উদ্বোধন হবে। তৃণমূল প্রার্থীর হাতেই উদ্বোধন হবে।'