New Update
/anm-bengali/media/post_banners/Yuw1pATLaENaRtUAHCWJ.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ দোষ ত্রুটি ছাড়া মানুষ নেই বললেই চলে। জীবনে কোনও না কোনও দোষ আমরা করেই থাকি, তা ছোট হোক বা বড়। জ্যোতিষীমতে রাশি অনুযায়ী ১২টি রাশির মানুষের মধ্যে কে কোন দোষে দোষী হয় দেখে নিন।
মেষঃ এই রাশির মানুষদের কণ্ঠস্বর খুব তীব্র হয়। অর্থাৎ এঁরা সব সময় খুব উঁচু গলায় চেঁচিয়ে কথা বলেন।
বৃষঃ এঁদের মধ্যে গোঁড়ামি খুব বেশি থাকে। নিজে যেটা বলেন বা করেন সেটাই ঠিক বলে ভাবেন।
মিথুনঃ এঁরা অন্যের থেকে নিজেকে বেশি প্রাধান্য দেন। অন্যের কোনও কথা শোনার প্রয়োজন বোধ করেন না।
কর্কটঃ এই রাশির মানুষ নিজের কাজ যে কোনও মতে করিয়ে তবেই ছাড়েন। অন্যদের ওপর নিজের মতামত চাপিয়ে দিতে পারলেই এঁরা খুশি হন।
সিংহঃ যে কোনও পরিস্থিতিতে এঁদের জিততেই হবে। কোনও মতেই এঁরা নিজের হার স্বীকার করতে পারেন না।
কন্যাঃ
কারও স্বভাব হোক বা যে কোনও বিষয় নিয়ে অতি সুক্ষ বিচার করা এঁদের স্বভাব। হালকা ভাবে কিছু ভাবতে পারেন না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us