/anm-bengali/media/post_banners/heqarocJbJaAdBrqdvUT.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোলঃ
হিরাপুর থানার পুলিশের বড় সাফল্য। বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরী কারখানা কাণ্ডের মূল অভিযুক্ত জাভেদ হোসেনকে গ্রেফতার করলো পুলিশ। গতকাল সোমবার আসানসোল হিরাপুর থানার আজাদনগর ১০ নম্বর বস্তি এলাকার বেআইনি অস্ত্র তৈরী কারখানা গ্রেফতার হওয়া অভিযুক্ত জাভেদ হোসেন নামে ওই ব্যক্তির বাড়িতে চলছিল এই বেআইনি কাজ। এরপর গোপন সূত্রে আগ্নেয়াস্ত্র তৈরি কারখানার খবর পায় হিরাপুর থানার পুলিশ। সেইমতো হিরাপুর থানার পুলিশ অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও অস্ত্র তৈরির সামগ্রী উদ্ধার করে। যদিও মূল অভিযুক্ত জাভেদ হোসেন পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে তিনজনকে ধরে ফেলে পুলিশ। শেষ অবধি সোমবার গভীর রাতে মূল অভিযুক্ত জাভেদ হোসেনকেও পুলিশ গ্রেফতার করে। সবমিলিয়ে এই ঘটনায় চার জন গ্রেফতার হল। এই চারজন অভিযুক্তর মধ্যে তিনজন পুরুষ ও একজন মহিলা। ধৃত চারজনকে আজ আসানসোল আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। যদিও এলাকার প্রতিবেশীদের বক্তব্য যে এইরকম এলাকায় বেআইনি অস্ত্র তৈরী কারখানার খবর কেউ জানত না। সাধুবাদ জানান এলাকার মানুষ হিরাপুর থানার পুলিশকে ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us