New Update
/anm-bengali/media/post_banners/Myv2HEL3xdaAvZsgc5WX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন জ্যাকলিন ফারনানডেজ এর ত্বকের সৌন্দর্য চোখের পড়ার মত থাকে সর্বদা। তিনি তাঁর এই সৌন্দর্যের পেছনে রহস্য শেয়ার করেছে আমাদের সঙ্গে। তিনি বলেছেন উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য একটা ঠিক নিয়ম এবং স্বাস্থ্যবান জীবন অতিবাহন করা খুবই প্রয়োজনীয়। তা এমন কিছু কঠিন নয়। মেকাপের ক্ষেত্রে তিনি বলেছেনঃ
১। রাতে ঘুমতে যাওয়ার আগে সমস্ত রকম মেকাপ তুলে পরিষ্কার করতে হবে।
২। বাইরে বেরোনোর সময় সর্বদা সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
৩। মুখ ধুয়ে সবসময় ময়েশ্চারাইজার মাখতে হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us