হাজারাদের বাস্তুভিটে কেড়ে নিচ্ছে তালিবান

author-image
Harmeet
New Update
হাজারাদের বাস্তুভিটে কেড়ে নিচ্ছে তালিবান

​নিজস্ব সংবাদদাতাঃ তালিবানরা ক্ষমতায় আসতেই অন্ধকার গ্রাস করেছে আফগানিস্তানকে। এবার  শিয়া সম্প্রদায়কে নিশানা করেছে সুন্নি জঙ্গি গোষ্ঠী। সুত্রের খবর, আফগানিস্তানে সংখ্যালঘু হাজারাদের ভিটে মাটি কেড়ে নিয়েছে তালিবানরা। তাছাড়া তাদের ওপর অত্যাচারের মাত্রা পৌঁছেছে চরমে।