নভেম্বর ১৭ দিন বন্ধ ব্যাঙ্ক

author-image
Harmeet
New Update
নভেম্বর ১৭ দিন বন্ধ ব্যাঙ্ক


নিজস্ব সংবাদদাতাঃ আগামী নভেম্বর মাস উৎসব দিয়ে শুরু হতে চলেছে। ফলে বেশিরভাগ সরকারি বিভাগই বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াও ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে দিয়েছে। নভেম্বর মাসে ধনতেরাস, দীপাবলী, ভাইফোঁটা, ছটপুজো, এবং গুরু নানক জয়ন্তীর মতো বড় উৎসব সহ মোট ১৭ দিন ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে। তবে ১৭দিনের এই ছুটি দেশের সব ব্যাঙ্কে এক সঙ্গে হবে না। কিছু রাজ্যে সেখানকার পালিত উৎসব এবং পরবের উপর নির্ভর করে অতিরিক্ত ছুটি কার্যকর হবে।