আদরের সময় যন্ত্রসঙ্গীত!

author-image
Harmeet
New Update
আদরের সময় যন্ত্রসঙ্গীত!


নিজস্ব সংবাদদাতাঃ গবেষণায় জানা গিয়েছে, সুমধুর যন্ত্রসঙ্গীত মিলনকে আরও উদ্দীপ্ত ও আবেদনময়ী করে তোলে। বেডরুমে মোত্‍জার্ট বা বেঠোফেনের সিডি রাখার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। এতে যৌনমিলন-এর তৃপ্তি দ্বিগুণ হয়ে উঠে।