দিগবিজয় মাহালি,পূর্ব মেদিনীপুরঃ যুবকের গলা কাটা রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গেছে, ওই যুবক জেড়থান এলাকার একটি স্থানীয় দোকানের কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করত। তবে সোমবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি ঝোপের পাশে তার গলার নলিকাটা অবস্থায় রক্তাক্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। এরপর পরিবারের সদস্যরা যুবককে উদ্ধার করে এগরা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে এসে পৌঁছলে চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। আর এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন এগরা থানা পুলিশ। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম ঘনশ্যাম জানা (২৪)। ঠিক কি কারণে এমন ঘটনা তা নিয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।