‘সব দায় আমাদের’, মেনে নিলেন সিআর সেভেন

author-image
Harmeet
New Update
‘সব দায় আমাদের’, মেনে নিলেন সিআর সেভেন


নিজস্ব সংবাদদাতাঃ লিভারপুলের (Liverpool) কাছে ০-৫ হেরেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। সিআর সেভেনের (CR7) ঘরে ফেরা শুরুতে যতটা উজ্জ্বল ছিল, ততটা এখন আর নয়। এর মধ্যেই রোনাল্ডো বলছেন, এই বিপর্যয়ের জন্য তিনি কাউকে আলাদা করে দোষ দিতে চান না। ম্যাচের পর রোনাল্ডো তাঁর ইন্সটা পোস্টে জানান, 'অনেক সময় স্কোরলাইন এমন হয়, যা আমরা চাই না। কিন্তু সেটার যাবতীয় দায় আমাদের, শুধু আমাদের'।