পতাকা দেখেই দেশ ও তার রাজধানীর নাম বলছে খুদে, ভাইরাল

author-image
Harmeet
New Update
পতাকা দেখেই দেশ ও তার রাজধানীর নাম বলছে খুদে, ভাইরাল


নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ
পতাকা দেখেই ১৯৫টি দেশ ও তার রাজধানীর নাম বলছে পিংলার এক তিন বছরের খুদে। যার নাম সৌরিক। ইতিমধ্যে সৌরিকের নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড এ। খুশি এলাকাবাসী। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের গোর্বধনপুর এলাকার ব্রম্ভানীপুর গ্রামের ৩ বছরের এক ক্ষুদে শিশু ইণ্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলল তার অসাধারণ প্রতিভার জন্য। রেকর্ড ও পুরস্কার আসার কথা ছিল সেপ্টেম্বরে ২০ তারিখে। কিন্তু প্রাকৃতিক দূর্যোগ আর অতি বৃষ্টির কারনে ২১ অক্টোবর বৃহস্পতিবার এসে পৌছায় সেই পুরস্কার। ৩ বছরের ক্ষুদে শিশু সৌরিক প্রধান ১৯৫ টি দেশ ও তার রাজধানীর নাম পতাকা দেখেই এক নিমেষেই বলতে পারে। আর এই প্রতিভার জন্য ইণ্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠলো তার। যা নিয়ে খুব খুশি হয়েছে দাদু,ঠাকুমা, মা,বাবা সহ গ্রামের মানুষজন। বাবা সৌমিত্র প্রধানের একটি দোকান রয়েছে। মা অদিতি প্রধান ঝাড়গ্রাম সুপার স্পেশালিষ্ট হাসপাতালের নার্স। কাজের সূত্রে বেশির ভাগ সময় ঝাড়গ্রামে থাকেন, ছুটিতে গ্রামের বাড়ি পিংলাতে আসেন। বেশির ভাগ বাবা সৌমিত্র প্রধানের সাথে সময় কাটায় সৌরিন। দাদুর দাবি নাতির সাফল্যের পেছনে বাবা সৌমিত্র প্রধান অনেক বড় কৃতিত্ব রয়েছে। কয়েকদিন আগে একটি বইয়ে কিছু পতাকা দেখে সৌরিক। আর সেই পতাকা গুলি নিয়েই খেলাধুলো শুরু।আর সেই দেখেই বিভিন্ন দেশের পতাকা জোগাড় করে ৫ দিনের ট্রেনিং দেওয়া হয় সৌরিক প্রধানকে। আর তারপর থেকে ছবি দেখেই গড় গড় করে দেশ ও তার রাজধানীর নাম বলতে শুরু করে সৌরিক। তারপরেই এই পুরস্কার।ইন্ডিয়া বুকস অফ রেকর্ড এ নাম উঠার পর থেকেই বর্তমানে পিংলা জুড়ে খুশির হাওয়া।