দিন যায় আর রাত যায় জলের দেখা নেই

author-image
Harmeet
New Update
দিন যায় আর রাত যায় জলের দেখা নেই

রাহুল পাসোয়ান, আসানসোলঃ দিন যায় আর রাত যায় জলের দেখা নেই', এই স্লোগান নিয়ে বিক্ষোভ করে হীরাপুর থানার নাকড়াসোতার গ্রামবাসীরা। দীর্ঘ কয়েক মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন আসানসোল পৌরনিগমের ৯৭ নম্বর ওয়ার্ড নাকড়াসোতা গ্রাম। সোমবার সকল গ্রামবাসীরা কলসি নিয়ে বিক্ষোভ দেখান আসানসোল পৌরনিগমে। স্থানীয়দের বক্তব্য দীর্ঘ দশ বছর ধরে এই সমস্যা, কখনো জল আসে কখনো আবার আসেনা। তবে এবার পুজোতে জল না পাওয়ায় পুরো গ্রাম উঠে এসে বিক্ষোভ করে পানীয় জলের দাবিতে।