রক্তাক্ত আফগানভূমি, তালিবানদের গুলিতে নিহত ৭ শিশু সহ ১৭ জন

author-image
Harmeet
New Update
রক্তাক্ত আফগানভূমি, তালিবানদের গুলিতে নিহত ৭ শিশু সহ ১৭ জন

নিজস্ব সংবাদদাতাঃ আবারও রক্তাক্ত হল আফগানভূমি। জানা গিয়েছে, এবার তালিবানি সংঘর্ষে প্রাণ গেল ১৭ জনের। নিহতদের মধ্যে রয়েছে সাত শিশু ও তিন মহিলা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পশ্চিম আফগানিস্তানের হেরাট প্রদেশে। সূত্র মারফত খবর, কিছু সশস্ত্র লোকজনের সঙ্গে সংঘর্ষ বাঁধে তালিব সদস্যদের। তাদের মধ্যেই চলে গুলির লড়াই। আর সেই লড়াইতে মৃত্যু হয়েছে ১৭ জনের।