রাজ্যে খোঁজ মিলেছে নতুন প্রজাতির ম্যালেরিয়ার

author-image
Harmeet
New Update
রাজ্যে খোঁজ মিলেছে নতুন প্রজাতির  ম্যালেরিয়ার

​নিজস্ব সংবাদদাতাঃ  পুজো মিটতেই বাংলায় ভয়ঙ্কর আকার নিয়েছে করোনা। এমতাবস্তায় বাংলায় খোঁজ মিলেছে নতুন রকম ম্যালেরিয়ার। ম্যালেরিয়ার বিরল এই প্রজাতির নাম প্লাজমোডিয়াম ওভাল। ম্যালেরিয়ার নতুন প্রজাতি বাসা বেঁধেছে মুর্শিদাবাদের বেলডাঙার এক যুবকের শরীরে।  সুত্রের খবর, বেলডাঙার এই যুবকের কাঁপুনি দিয়ে জ্বর আসে। রক্ত পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। ধরা পড়েনি ডেঙ্গি-ম্যালেরিয়াও। চিকিৎসকদের সন্দেহ, বছর সাতাশের যুবক বিরল প্রজাতির প্লাজমোডিয়াম ওভাল-এ আক্রান্ত।