কলকাতা থেকে বিদায় নিল মেট্রোর নন-এসি রেক

author-image
Harmeet
New Update
কলকাতা থেকে বিদায় নিল মেট্রোর নন-এসি রেক


নিজস্ব সংবাদদাতাঃ সময়ের সঙ্গে তাল মিলিয়ে বার বার নিজেকে পরিবর্তন করেছে কলকাতা মেট্রো। আজ ৩৮ বছরে পা দিল কলকাতা মেট্রো।
রবিবার সুখ-দুঃখকে সঙ্গে করে মহানায়ক উত্তমকুমার স্টেশনে পালিত হল ভারতের প্রথম মেট্রো রেলের জন্মদিন। এই দিন মেট্রো রেলের তরফে বলা হয়, ‘‘আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি যে বাতানুকূল ছাড়া (নন এসি) মেট্রো পরিষেবা আজ থেকে সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। হাতে পর্যাপ্ত বাতানুকূল কামরা থাকায় আজকের পরে যাত্রী পরিসেবায় আর কোনও দিন কোনও নন এসি মেট্রো চালানো হবে না!"