পুলিশ ওয়েলফেয়ার বোর্ড কমিটির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো

author-image
Harmeet
New Update
পুলিশ ওয়েলফেয়ার বোর্ড কমিটির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো

রাহুল পাসোয়ান, আসানসোল: পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার বোর্ড কমিটির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার আসানসোল রবীন্দ্র ভবনে। আর এদিনের এই সভা থেকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড কমিটির পক্ষ থেকে আসানসোল শহরে সমাজের উপর কাজ করা বেশকিছু স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের সংবর্ধিত করা হয়। পাশাপাশি একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের এই সভায়। এদিনের পুলিশ ওয়েলফেয়ার বোর্ড কমিটির এদিনের এই বার্ষিক সভায় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকন্ঠম। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল অংশুমান সাহা, ডেপুটি কমিশনার ডা: সোনায়েন, কুলদীপ, সুরেশ সহ পুলিশের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকেরা।