নিজস্ব সংবাদদাতাঃ কুমিল্লার পুজো মণ্ডপে যে তাণ্ডব চলেছিল, তার আঁচ ছড়িয়ে পড়েছিল গোটা বাংলাদেশে তথা বিশ্বে। বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে। তাণ্ডবের ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। কুমিল্লার ঘটনায় ধৃত ইকবাল হোসেনকে ইতিমধ্যেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে উচ্চ পর্যায়ের এক তদন্তকারী দল। এরই মধ্যে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক জানিয়ে দিলেন, তাণ্ডবের ঘটনায় অপরাধী যে দলেরই হোক, তার বিচার হবেই।