ভারতীয় উৎসবের রঙে মেতে রয়েছে বুর্জ খলিফা

author-image
Harmeet
New Update
ভারতীয় উৎসবের রঙে মেতে রয়েছে বুর্জ খলিফা


নিজস্ব সংবাদদাতাঃ ভারতে চলছে উৎসবের মরশুম। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে উৎসবের আমেজ, তাঁর ছোঁয়া বিদেশের মাটিতে লাগবে না এমনটা কী আর হয়? শনিবার, তেলেঙ্গানার ফুলের উৎসব বথুকম্মা (Bathukamma festival ) বিশ্বের নজর কেড়ে নিল। সৌজন্যে পৃথিবীর উচ্চতম স্থাপত্য দুবাইয়ের বুর্জ খলিফা। বথুকম্মা উৎসবের রঙে আলোকিত হয়ে নজর কেড়ে নিয়েছে বুর্জ খলিফা।