নিজস্ব সংবাদদাতাঃ ভারতে চলছে উৎসবের মরশুম। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে উৎসবের আমেজ, তাঁর ছোঁয়া বিদেশের মাটিতে লাগবে না এমনটা কী আর হয়? শনিবার, তেলেঙ্গানার ফুলের উৎসব বথুকম্মা (Bathukamma festival ) বিশ্বের নজর কেড়ে নিল। সৌজন্যে পৃথিবীর উচ্চতম স্থাপত্য দুবাইয়ের বুর্জ খলিফা। বথুকম্মা উৎসবের রঙে আলোকিত হয়ে নজর কেড়ে নিয়েছে বুর্জ খলিফা।