New Update
/anm-bengali/media/post_banners/y90nS6jcqZCwT4dZqrsM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ ভারত-পাক খেলা। টান টান উত্তেজনা দুই দেশের মধ্যে। সেই নিয়ে কপিল দেব বলেন, "কোন দলের পাল্লা ভারী তা নির্দিষ্ট ম্যাচে মাঠে কোনো প্রভাব ফেলে না। কোন দল সেই মুহূর্তে ম্যাচের ছাপ সামলে ভালো পারফর্ম করতে পারবে তার উপরই সব নির্ভর করে। এই ম্যাচেও যে দল চাপ সামলে খেলতে পারবে, তারাই জয় হাসিল করবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us