এনসিবির দফতরে কেন গিয়েছিলেন শাহরুখের ম্যানেজার?

author-image
Harmeet
New Update
এনসিবির দফতরে কেন গিয়েছিলেন শাহরুখের ম্যানেজার?

​নিজস্ব সংবাদদাতাঃ পূজা দাদলানি– আরিয়ান খান মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই ঘুরে ফিরে আসছে এই নাম। জানা গিয়েছে পরিচয়ও। পূজা হলেন শাহরুখের ম্যানেজার। ইনস্টাগ্রামেও তাঁর অ্যাকাউন্ট ভেরিফায়েড। ২০১২ সাল থেকে শাহরুখের ম্যানেজার হিসেবে কাজ করছেন পূজা। শনিবার সকালেই এনসিবি অফিসে দেখা যায় পূজাকে। কোনও কোনও সংবাদমাধ্যমে প্রকাশ করা হয় পূজাকে তলব করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ডেকে পাঠিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। সত্যিই কি তাই? প্রকাশ্যে আসল কারণ। এনসিবি’র তরফে জানানো হয় পূজা তাদের দফতরে পৌঁছেছিলেন আরিয়ানের মেডিক্যাল হিস্ট্রি ও শিক্ষাগত যোগ্যতার নানাবিধ প্রমাণ পত্র দিতে। ওই সব নথিই শাহরুখের বাড়ি মন্নতে পৌঁছে বৃহস্পতিবার চেয়েছিলেন এনসিবি কর্মকর্তারা। এই নিয়ে দ্বিতীয়বার আরিয়ানের সমস্ত প্রমাণপত্র জমা করল তাঁর পরিবার। আরিয়ান গ্রেফতারির পর থেকেই অন্তরালে ছিলেন এসআরকেসহ গোটা পরিবার। সম্প্রতি যদিও ছেলের সঙ্গে দেখা করেছেন শাহরুখ। এই গোটা সময়টা এনসিবি ও খান পরিবারের যোগাযোগের মাধ্যম ছিলেন পূজাই। এমনকি এনসিবি অফিসের বাইরে এক গাড়িতে তাঁর মাথায় হাত দিয়ে বসে থাকার ছবিও ভাইরাল হয়েছিল। প্রথমে ধারণা করা হয়েছিল, গাড়িতে বসে আছেন মা গৌরী খান। কিন্তু পরবর্তীতে জানা যায়, গৌরী নন, ছিলেন পূজা।