​নিজস্ব সংবাদদাতাঃ ঘনঘন ভোলবদল পাকিস্তানের (Pakistan) পুরনো অভ্যেস। অন্যথা হল না এবারও। একটি রিপোর্টে প্রকাশিত হয়েছিল, তালিবান (Taliban) শাসিত আফগানিস্তানে (Afghanistan) অভিযানের জন্য পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এই বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। এই রিপোর্ট প্রকাশের পর থেকেই সংবাধমাধ্যমের মনে নানা রকমের কৌতুহল দানা বাঁধে। আন্তর্জাতিক মহলেও প্রশ্ন তৈরি হয়, তবে কী তালিবানকে সমর্থন করার রাস্তা থেকে সরে আসছে পাকিস্তান? শনিবার, সেই রিপোর্টে প্রকাশিত যাবতীয় তথ্য অস্বীকার করল ইসলামাবাদ।