নিজস্ব সংবাদদাতাঃ পুজোর পর ফের একবার করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় একগুচ্ছ বিধি-নিষেধ লাগু হল কলকাতায়। রাজ্যের তরফে জানানো হয়েছে, পুজোর আগে যেমন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু চলছিল, সেই নিয়ম ফিরছে। রেস্তোরাঁ খোলা রাখা যাবে ৫০ শতাংশ ফাঁকা রেখে। রাত সাড়ে ১০টার মধ্যেই পানশালা ও রেস্তোরাঁগুলি বন্ধ করে দিতে হবে। ইতিমধ্যে নাইট কার্ফু সংক্রান্ত বিধি-নিষেধ যাতে সঠিক ভাবে পালিত হয়, সেই লক্ষ্যে রাতের কলকাতায় নাকা চেকিং বসিয়েছে পুলিশ।