New Update
/anm-bengali/media/post_banners/ue9hIzik8Vx4cIXfu81X.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টি-২০ বিশ্বকাপের মঞ্চে পাঁচবার দেখা হয়েছে এই ভারত-পাকিস্তান দলের। আর বরাবরই জয় হয়েছে ভারতের। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সবদিকেই এগিয়ে ভারত। ব্যাটিং-এ রোহিত শর্মার সঙ্গে ওপেনিং-এ কে এল রাহুল নামবেন তা ধরেই নেওয়া যায়। আর তাঁর সঙ্গে ঈশান কিষাণও দুর্দান্ত পারফর্ম করেছে প্রস্তুতি পর্বে। সঙ্গে থাকছে বিরাট ঝড়। সূর্যকুমার যাদব ও ঋশভ পন্থ থাকছেই উইকেট কিপার ব্যাটার হিসাবে। আর বোলিং-এ এই মুহূর্তে সবার আগে যে নাম নিতেই হয় সে হল যশপ্রীত বুমরা। এই নিয়েই জমজমাট দুবাইয়ের ভূমি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us