New Update
/anm-bengali/media/post_banners/MeVcHMwoITALdEuMXoMd.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সাইফ আলি খানের প্রাক্তন স্ত্রী অমৃতা সিংকে নিয়ে প্রথম বারের জন্য মুখ খুললেন করিনা কাপুর। করণ জোহরের শো কফি উইথ করণের সিজন ৬ এ আসেন করিনা কাপুর। সেখানে তাঁকে তাঁর ব্যাক্তিগত সম্পর্ক নিয়ে অনেক প্রশ্ন করেন করণ।
তাঁকে অমৃতা সিংয়ের সম্পর্কে বলতে বললে করিনা বলেন, 'সাইফের সঙ্গে বিয়ে হওয়ার পর অমৃতার সঙ্গে কখনও আমার দেখা হয়নি।' তিনি আরও বলেন, অমৃতা সিংকে তিনি খুবই সম্মান এবং শ্রদ্ধা করেন।
সারা আর ইব্রাহিমের মধ্যে করিনা তাঁর অনুরাগ খুঁজে পান। কিন্তু সাইফের সঙ্গে অমৃতার ডিভোর্সের পর একবার তাঁর সাথে দেখা হয়েছিল কিন্তু তখন করিনা সম্পূর্ণ সিঙ্গেল ছিলেন। তারপর আর কখনই দেখা হয়নি। এই কথায় যদিও সবাই বেশ অবাকই হয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us