আজ কিংবদন্তী গায়ক মান্না দে'র মৃত্যুবার্ষিকী

author-image
Harmeet
New Update
আজ কিংবদন্তী গায়ক মান্না দে'র মৃত্যুবার্ষিকী


নিজস্ব সংবাদদাতাঃ
রবিবার কিংবদন্তী গায়ক মান্না দে'র মৃত্যুবার্ষিকী। সঙ্গীত শিল্পী মান্না দে’র আজ অষ্টম প্রয়াণ দিবস। ২০১৩ সালের ২৪ অক্টোবর সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এই শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তাঁর কিছু বিখ্যাত গান যেমন 'কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই,' ‘জানি তোমার প্রেমের যোগ্য আমিতো নই’, ‘তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়’, ‘এই কূলে আমি আর ওই কূলে তুমি’, ‘ এ জীবনে যত ব্যথা পেয়েছি’, ‘সেই তো আবার কাছে এলে’, ‘আবার হবে তো দেখা / এ দেখাই শেষ দেখা নয় তো’ কখনও বাঙালি ভুলতে পারবে না।