'বিরাট' ভরসা তাঁর উপরেই

author-image
Harmeet
New Update
'বিরাট' ভরসা তাঁর উপরেই



নিজস্ব সংবাদদাতাঃ আজ দুবাইয়ের ভূমিতে মহারণ। কিন্তু টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের জন্য মেন্টর হিসাবে নিযুক্ত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি অবসর নেওয়ার পর সাদা বল ও উইকেট রক্ষার দায়িত্ব নিয়েছেন পন্থ। তাই কিছুদিন আগেই দেখা গিয়েছিল। উত্তরসূরিকে নিজে হাতে গড়ে নেওয়ার প্রস্তুতির ভিডিও। তাঁর উপরেই ভরসা রাখছেন বিরাট কোহলি সহ পুরো টিম। মেন্টর হিসাবে দলে যোগ দিয়েও কোচিং-এর দায়িত্বও পালন করছেন মহেন্দ্র।