​নিজস্ব সংবাদদাতাঃ আগেই নারী পাচারের খবর মিলেছিল পুলিশের। যার কারণে যথাযথ তদন্ত শুরু করে তারা। কিন্তু কে জানত এই তদন্ত করতে গিয়ে মিলবে আরও রহস্যের খোঁজ!পাচার হয়ে যাওয়া এক মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আরও দুই নাবালিকা সহ ৫ মহিলাকে দিল্লির মদনপুর-খাদার এলাকার একটি বন্ধ ঘর থেকে উদ্ধার করল ঢোলাহাট থানার পুলিশ। ঘটনাস্থান থেকে হাতে নাতে গ্রেফতার পাচারকাণ্ডের মূলপাণ্ডা।গত সেপ্টেম্বর মাসের ৩০ তারিখে আয়ার কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ঢোলাহাট এলাকার এক গৃহবধূকে দিল্লিতে নিয়ে গিয়েছিল এলাকার দুই বাসিন্দা। তাদের মধ্যে একজন মহিলাও ছিল। অভিযোগ সেখানে পৌঁছানোর পরই একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়। তবে সেই ঘরে দুই নাবালিকা সহ আরও পাঁচ মহিলা আগে থেকেই আটকে ছিল। পরে ওই বধূ জানতে পারেন তারাও সকলেই ঢোলাহাট এলাকার বাসিন্দা। তাদের প্রত্যেককে দেহ ব্যবসার কাজে লাগানো হবে বলেই জানায় অভিযুক্ত।