নিজস্ব সংবাদদাতাঃ করোনা পরিস্থিতি নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে প্রশাসনের। বুলেটিন অনুযায়ী, গত তিন দিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। কলকাতাতেই আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। সেই পরিস্থিতি সামাল দিতেই এবার জরুরি বৈঠকে বসল নবান্ন। নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সব জেলার জেলা শাসক ও পুলিশ সুপারদের সেই বৈঠকে অংশ নিতে বলা হয়েছে।