নিজস্ব সংবাদদাতাঃ অচলাবস্থা জারি আছে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই অচলাবস্থা কাটাতে এবার আদালতের দরজায় কড়া নাড়লেন এক জনৈক ব্যক্তি। এমনকী নন্দলাল তিওয়ারি নামে ওই ব্যাক্তি শনিবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। সেখানে নিজের আবেদনে তিনি উল্লেখ করেছেন, জুনিয়র ডাক্তারদের অনশনে পরিষেবা লাটে উঠেছে। তাই দ্রুত চিকিৎসা পরিষেবা ফেরাতে হস্তক্ষেপ করুক হাইকোর্ট।