New Update
/anm-bengali/media/post_banners/K3WE0d5DtWTre9BX8P9Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টি-২০ বিশ্বকাপে আগামীকাল ভারত-পাকিস্তানের খেলা। তবে ভারত-পাকিস্তানের এই খেলায় মূল চিন্তার বিষয় কী? এই নিয়ে সম্বরণ বন্দোপাধ্যায় বলেন, "ভারত পাকিস্তানের খেলা হল স্নায়ুর লড়াই। অধিনায়ক হিসাবে বিরাটের শেষ টি-২০ বিশ্বকাপ। অধিনায়ক হিসাবে আই সি সি টুর্নামেন্টে বিরাট তেমন সফল হয়নি। বিরাট-ধোনি-শাস্ত্রী চাইবেন জিততে। ভারতীয় দল এগিয়ে আছে, তাদের প্রতিভার দিক থেকে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us