New Update
/anm-bengali/media/post_banners/CNb8XiUr3pCbHUjtD4z7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হাওড়ার বাসিন্দা এক ব্যবসায়ী তার বন্ধুকে নিয়ে নিজের দেশের বাড়ি যান। তাদের সঙ্গে ছিলেন তাদের রাঁধুনি ও গাড়িচালক। বন্ধুর দাবি রাত সাড়ে ৮টা নাগাদ ছাদে রান্না চলার সময় নীচে কেউ ডাকছে বলে জানান বছর চুয়াল্লিশের সব্যসাচী। পরে গুলির আওয়াজে নীচে নামতে দেখা যায় চারজনে তাকে কোপাচ্ছেন। বর্ধমান হাসপাতালে তাকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। খুনের তদন্ত পুলিশ করছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us