ফেসবুক মেসেঞ্জার গ্ৰুপ কলিংয়ের ক্ষেত্রে আনল নতুন ফিচার

author-image
Harmeet
New Update
ফেসবুক মেসেঞ্জার গ্ৰুপ কলিংয়ের ক্ষেত্রে আনল নতুন ফিচার

নিজস্ব সংবাদদাতাঃ  মেসেঞ্জারে ফের একটি নতুন ফিচার যোগ করল ফেসবুক। ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এআর এফেক্ট আনল ফেসবুক। এই এফেক্টের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে বলে ধারণা ফেসবুকের। ফেসবুকের মেসেঞ্জারের ভিডিও কলিং অ্যাপটি ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। করোনার ব্যাপকতার সময় এই অ্যাপটি খুব কার্যকরী হয়ে উঠেছিল। সেই মতোই একে অপরের সঙ্গে যুক্ত থাকার ক্ষেত্রে অ্যাপটির গুরুত্ব অপরিসীম। ফেসবুকের তরফে জানানো হয়, 'ফেসবুকের ভিডিও কলিংয়ে গ্ৰুপ এফেক্টের ক্ষেত্রে নতুন এআর এফেক্ট আনছে। যার ফলে ব্যবহারকারীরা আরও বেশি আনন্দ উপভোগ করবে পরিবার ও বন্ধুদের সঙ্গে। এই এফেক্ট ভিডিও কলকে আরও বিনোদনের পর্যায়ে নিয়ে যাবে।' ভিডিও কলিংয়ের ক্ষেত্রে ৭০টি গ্ৰুপ এফেক্টের লাইব্রেরির সুবিধা দিচ্ছে মেসেঞ্জার। তবে কিভাবে আপনি এই এফেক্ট খুঁজে পাবেন মেসেঞ্জারে-

প্ৰথমেই মেসেঞ্জার অ্যাপটি খুলুন

ভিডিও কল বা রুম ক্রিয়েট করুন মেসেঞ্জারে

তারপর ইমোজি অপশনে গিয়ে এফেক্ট ট্রেতে যান

তারপর গ্ৰুপ এফেক্টে যান